Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমর্থকদের উদ্দেশ্যে ফেসবুকে মাশরাফির বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১ PM আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


এশিয়া কাপ শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তারা মুখোমুখি হয়েছেন বাংলাদেশী সংবাদমাধ্যমের। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মাশরাফি।

ভক্তদের প্রতি ভালোবাসা দেখাতে কার্পণ্য করেননি এই ক্যাপ্টেন অব এশিয়া। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ভক্তদের প্রতি বাংলাদেশ টিমের অসামান্য অবদানের কথা স্মরণ করে আফসোস করেন তিনি।

দেশের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা ও ক্রিকেটের প্রতি নির্ভেজাল মমত্বের কথা ফুটে উঠে তাঁর বাণীতে। মাশরাফি তাঁর স্ট্যাটাসের শেষে লিখেন - আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব।

মাশরাফি তার অফিশিয়াল ফেসবুক পেইজে এ লিখেন –

নাহ! এবারও হল না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জিতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যাথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাংগা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে। আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব।

Bootstrap Image Preview