Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পুকুরের মাছ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৩:৪১ PM আপডেট: ২৪ জুন ২০২২, ০৩:৪১ PM

bdmorning Image Preview


রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতে ভেসে যাওয়া পুকুরের গ্রাস কার্প ও বিগ্রেড মাছ জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ছয় নম্বর ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মা নদী থেকে জেলেরা ইঞ্জিনচালিত কয়েকটি নৌকায় করে মাছ ধরে আড়তে আনছে। নৌকাগুলোতে ক্রেট ও বস্তা ভর্তি গ্রাস কার্প, ব্রিগেড মাছ বোঝাই করা। মাছগুলো নৌকা থেকে নামানো মাত্রই আড়তদাররা উন্মুক্ত নিলামে উঠিয়ে বিক্রি করছে।

দৌলতদিয়া পাঁচ নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, কয়েকদিন ধরে পদ্মায় পানি বেড়েছে। বুধবার সকাল থেকে দৌলতদিয়া বাহিরচর এলাকা থেকে জেলেরা নৌকা নিয়ে ঝাঁকে ঝাঁকে গ্রাস কার্প ও ব্রিগেড মাছ ধরে আনছে। প্রত্যেক জেলে জাল ফেলার সঙ্গে সঙ্গে প্রচুর মাছ জালে আটকে যাচ্ছে। আমরা ধারণা করছি, পানি বৃদ্ধির কারণে পুকুর গুলো তলিয়ে যাওয়ায় এসব মাছ ভেসে গেছে। তবে মাছগুলো খুবই কম দামে বিক্রি করছে।

২০০ গ্রাম থেকে আড়াই কেজি ওজনের ব্রিগেড মাছ ৪০ থেকে ৫০ টাকা এবং গ্রাস কার্প মাছ ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা এসে এই মাছগুলো পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কম দাম পেয়ে এলাকার মানুষ এসেও মাছ কিনছেন।

নৌকায় করে মাছ ধরে আনা জেলে বিজয় হালদার বলেন, প্রতিদিনের মতো আজও নৌকা নিয়ে আমরা কয়েকজন খুব সকালে পদ্মা নদীতে মাছ ধরতে বের হই। নদীতে জাল ফেলে টেনে তুলতেই দেখি ঝাঁকে ঝাঁকে মাছ আটকা পরছে। অধিকাংশ নৌকায় আট থেকে ১০ মণ করে মাছ ধরা পড়ছে। তবে পাইকারী হিসাবে মাছগুলো খুব কম দামে বিক্রি করতে হচ্ছে।

এ সময় মাছ কিনতে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া থেকে আসা কুলছুম বেগম বলেন, গতকালই শুনেছি পদ্মায় জেলেদের জালে প্রচুর মাছ ধার পড়ছে। গতকাল বাড়ির কাজ থাকার কারণে আজ ছয় নম্বর ফেরিঘাটে মাছ কিনতে আসলাম। দাম কম হওয়ায় গ্রাস কার্প পাঁচ কেজি ও ব্রিগেড মাছ পাঁচ কেজি কিনেছি। কম দামে কিনতে পেরে ভালো লাগছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ এলাকার পুকুরগুলো তলিয়ে গিয়ে চাষের মাছগুলো ভেসে গেছে। এজন্য জেলেরা নদীতে জাল ফেলার সঙ্গে সঙ্গে এ ধরনের কার্প জাতীয় মাছ আটকা পড়ছে। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বড় বড় মাছও এখন জেলেদের জালে ধরা পড়বে।

Bootstrap Image Preview