Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষিদ্ধ হতে পারেন বেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৫ AM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে গোল করার পরে রিয়াল তারকা গ্যারেথ বেল বাজে ভঙ্গিতে উৎযাপক করেছিলেন। যার জন্য বড় রকমের শাস্থির মুখে পড়ছে যাচ্ছেন তিনি। 

আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় গোলটি আসে বেলের পাঁ থেকে। গোল করার পর তিনি দর্শক গ্যালারির কাছে ছুঁটে যান। দুই হাত কপালের সামনে নিয়ে ভাজ করে দর্শকদের উদ্দেশ্য আঙুল তাক করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাজেভাবে উদযাপন করেন তিনি। মধ্যমা ভাজ করে এই ধরনের উদযাপন স্প্যানিশ দর্শকদের জন্য খুবই অশ্লীল ও অপমানজনক। স্পেনে এমন অঙ্গভঙ্গিকে অশ্লীল বলা হয়। 

বেলের আক্রমণাত্মক উদযাপনে অধিকতর তদন্তের জন্য স্প্যানিশ সকার ফেডারেশনস কম্পিটিশন কমিটির দ্বারস্থ হয়েছে লা লিগা গভর্নিংবডি। লা লিগার পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শেষে বেলের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

অপরাধের গুরুত্ব এতটাই যে, ১২টি ম্যাচে নির্বাসনে পাঠানো হতে পারে বেলকে। লা লিগার তরফে এই শাস্তি দাবি করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন জানানো হয়েছে। লা লিগার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই ম্যাচে স্থানীয় দর্শকেরা বেলকে বিদ্রুপ করে যাচ্ছিল। ৭৩ মিনিটে গোল করে বেল ওর একটা হাত মাথার কাছাকাছি নিয়ে দোলাচ্ছিল। এতে পরিষ্কার, বেল দর্শকদের উত্তেজিত করতে চাইছিল। পরে ও অন্য হাতটা তুলে ধরা হাতের ওপর রেখেছিল। যেটা অশ্লীলতার ইঙ্গিত। এই অপরাধের জন্য তিন থেকে ১২ ম্যাচ নির্বাসন হতে পারে।’’

রেফারির রিপোর্টে বেলের নামে কিছু নেই। কিন্তু লা লিগার তরফে স্প্যানিশ ফেডারেশনের কাছে ঠিকই আবেদন করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন, তিন ম্যাচের বেশি বহিষ্কৃত হবেন না বেল। ১২ ম্যাচ যদি হয়, তা হলে মৌসুমের অনেকটা সময়ই বাইরে থাকতে হবে তাঁকে। 

Bootstrap Image Preview