Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেইমারকে সরিয়ে কোপায় নতুন নেতৃত্বে ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:৪২ AM আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


১৪ জুন ব্রাজিলে বসছে কোপা আমেরিকার নতুন আসর। এই আসরে ব্রাজিল দলের নতুন নেতা ঘোষণা করলেন কোচ তিতে। নেইমারকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দানি আলভেজের নাম ঘোষণা করা হয়েছে। ঘরের মাঠে এমন বড় আসরে নেইমারের নেতৃত্ব থেকে বাদ পড়া দলের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করে সে দেশের ফুটবল সংস্থা৷

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানিয়ে দেওয়া হয় যে, কোচ তিতে নেইমারকে তার নেতৃত্বে না থাকার কথা জানিয়ে দিয়েছেন৷ দানিকেও তাঁর নতুন ভূমিকার কথা জানিয়েছেন তিতে৷

গেল বছর সেপ্টেম্বরে ব্রাজিল দলের স্থায়ী অধিনায়ক হিসেব নেইমারকে বেছে নিয়েছিল তারা। তবে বছর না ঘুরতে না ঘুরতেই আবো একবার নেতৃত্ব পরিবর্তন আনলো তারা। 

২৭ বছর বয়সি তারকা সব রকম টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে মোট ২৩টি গোল করেছেন৷ লিগ ওয়ানেই ১৫টি গোল রয়েছে তাঁর৷ কোপায় ব্রাজিলের গ্রুপে রয়েছে বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা৷

Bootstrap Image Preview