Bootstrap Image Preview
ঢাকা, ২৩ সোমবার, সেপ্টেম্বার ২০১৯ | ৮ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

জয়ের পর সাবেক সতীর্থের শুভেচ্ছায় ভাসলেন গম্ভীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৮:৫৭ PM আপডেট: ২৪ মে ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


ভারতকে অনেক ম্যাচ জিতেয়েছেন গৌতম গম্ভীর; এবার জেতালেন বিজেপিকে। ১৭তম লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি।

ভারতীয় দলকে অনেক ম্যাচ জেতানোর হিরো গৌতম গম্ভীর রাজনীতিতে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। তিনি নিজের প্রথম নির্বাচনে ৬,৯৬,১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। দ্বিতীয় স্থানে থাকা অরবিন্দর সিং লাভলি ৩,০৪,৩২৮টি ভোট পেয়েছেন।

পূর্ব দিল্লির ঐ কেন্দ্রে অরবিন্দ ছাড়াও গম্ভীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন আম আদমি পার্টির অতসী মারলেনা, বিএসপির সঞ্জয় কুমার।

জয়ের হাওয়া গম্ভীরের দিকে বইতে দেখে তার এক সময়ের সতীর্থ হরভজন সিং তাকে শুভেচ্ছা জানান। টুইটে করে হরভজন লেখেন, নির্বাচনে বড়ো জয়ের জন্য আমার ভাই গম্ভীরকে অনেক শুভেচ্ছা।

সাবেক সতীর্থের শুভেচ্ছার উত্তরে গম্ভীর লেখেন, ‘কোনো সতীর্থ ক্রিকেটারের থেকে প্রথম শুভেচ্ছা পাওয়াটা সত্যিই বড় প্রাপ্তি। মানুষের জন্য আগামী দিনে কাজ করে যেতে চাই।’

তবে ভারতীয় দলের হয়ে খেলা কোনো ক্রিকেটারের লোকসভা নির্বাচনে জয়ের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকা কীর্তি আজাদ লোকসভা নির্বাচন জিতেছিলেন। তিনি ছাড়াও প্রাক্তণ ওপেনিং ব্যাটসম্যান নভজ্যোত সিং সিধুও লোকসভা নির্বাচন জিতেছিলেন। তিনটি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করা মহম্মদ আজহারউদ্দিনও ২০০৯এ লোকসভা নির্বাচনে জয় হাসিল করেছিলেন। তিনি উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে জয় হাসিল করেছিলেন।

Bootstrap Image Preview