Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'কথাবন্ধু' জিব্রানের পথ চলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ১১:৪৩ AM আপডেট: ০৭ এপ্রিল ২০২১, ১১:৪৩ AM

bdmorning Image Preview


কেউ অভিনয় করে মানুষের কাছে প্রিয় হয়, কেউ নেচে, কেউ-বা আবার গান গেয়ে। জিব্রান কথা বলে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন। জিব্রানের শৈশবের দিনগুলো কেটেছে রাজশাহীতে। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, রাজশাহী সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০১৫ সালে এইচএসসি পাসের বর্তমানে বিবিএ নিয়ে পড়াশোনা করছেন জিব্রান। বর্তমানে কাজ করছেন কাতারে অবস্থিত কিউ এফএম ৯৫.৩ বাংলায়। তার সম্পর্কে জানাচ্ছেন গোলাম মোর্শেদ সীমান্ত

 

সকাল-বিকেল খেলাধুলা, ছুটির দিনে দুপুরে সাঁতার শিখতে বাবার সঙ্গে পুকুরে যাওয়া, সাইকেল নিয়ে আকস্মিক দুর্দশা, সমবয়সীদের সঙ্গে মিত্রতা আর পড়াশোনার জন্য মায়ের হাতে মার খাওয়া ছিল জিব্রানের রাজশাহীতে কাটানো শৈশব। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার বাড়তি একটা আবেগ। দীর্ঘ সময় অনুশীলন করার পর সুযোগ হয় অনুর্ধ্ব ১৪-এ খেলার। ছবি আঁকায়ও ছিল আগ্রহ। ৯ বছর বয়সে আঁকাআঁকি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের ছবি পত্রিকাতে প্রকাশ হয় জিব্রানের। স্কুলজীবনে স্কাউটিং করা ছিল বড্ড পছন্দের কাজ। যা জিব্রানকে বিশ্ব স্কাউট জাম্বুরির মতো অনবদ্য এক অভিজ্ঞতা উপহার দিয়েছে।

সুন্দরভাবে কথা বলা রপ্ত করতে সময় লেগেছে বেশ। জিব্রানের কথায় আঞ্চলিকতার একটা ছাপ ছিল প্রথম থেকেই; তবে সময়ের সঙ্গে সঙ্গে অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছেন। জিব্রান জানান, এইচএসসি পাসের পর আমার অভিভাবকদের ইচ্ছা ছিল আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর। কিন্তু আমি কখনই ইঞ্জিনিয়ারিং বিষয়টা উপভোগ করিনি। অনার্সের শুরুতেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার পরিকল্পনা ছিল। যখন বিবিএ নিয়ে পড়ার সিদ্ধান্ত বাসায় জানাই তখন অভিভাবকরা একটু ক্ষিপ্ত হয়েছিলেন এবং রাগ করে পড়ালেখা বাবদ একটা নির্দিষ্ট অর্থ দিতে রাজি হলেন। যেটা শুধুই টিউশন ফি হবে—এছাড়া যা ব্যক্তিগত খরচ আছে তা নিজেকে পরিচালনা করতে হবে। আমি রাজি হয়ে যাই এবং একপ্রকার ঝুঁকি নিয়েই রাজশাহী থেকে ৬ হাজার টাকার একটা টিউশনির ব্যবস্থা করে ঢাকায় চলে আসি। যখন কোনোভাবেই আর চালানো যাচ্ছিল না তখন মনে হয়েছিল যে কথা বলে খুশি মনে রোজগার করা যেতে পারে! কিন্তু আমি যে কথা বলতে চাই বা পারি এটা নির্বাচকদের বোঝাতে আমার প্রায় দুই-আড়াই বছর সময় লেগে যায়। যার মধ্যে একটা অনলাইন রেডিওসহ স্পাইস এফএম, রেডিও নেক্সট, রেডিও ধোনী এমন আরও কিছু রেডিও থেকে প্রত্যাখ্যাত হয়েছিলাম। অবশেষে বাংলা রেডিও কাজ করার সুযোগ দিয়েছিল।

জিব্রান আরও জানান, এই সময়ে বক্তার বড়ই অভাব। কেউ যদি যুক্তিযুক্ত ও সময়োপযোগী কথা বলতে পারে, তবে মানুষের মনে জায়গা করে নিতে তার তেমন বেশি সময় লাগে না। তবে কোনো কিছু না করে শুধু কথা বলে মানুষের অন্তরে প্রবেশ করাটাও এক ধরনের কঠিন কাজ।

২০২১ সালে জিব্রানের নামের পাশে যুক্ত হয়েছে আরেকটা পরিচয়। লেখালেখির শুরুটা হঠাত্ করেই। পরিকল্পনা ছাড়াই প্রথম উপন্যাস ‘গহিরা’ প্রকাশিত হয় শব্দশৈলী থেকে। নতুন কোনো বই নিয়ে পরিকল্পনা নেই। জিব্রান জানান, পৃথিবীতে সব ধরনের কাজই কঠিন, কিন্তু কথা বলা সে অর্থে তুলনামূলক সহজ। তবে জীবিকার তাগিদে এটাকে হাল্কা করে নেওয়ারও বিষয় নয়। যারা এই নিয়ে কাজ করতে চায়, তাদের উচিত আবেগ দিয়ে কাজটা করা। কারণ বুিদ্ধ দিয়ে দক্ষতা সমৃদ্ধ করা সময়সাপেক্ষ বিষয়।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এই জীবনটাকে এখনও পরখ করেই যাচ্ছি। কী হতে চাই বা কোথায় পৌঁছালে পরিতুষ্টি পাব তা এখনো মগজে আসেনি। তবে যা-ই করি বা যে কোনো অবস্থানেই থাকি না কেন কাজের প্রতি অবশ্যই আন্তরিক থাকতে চাই।

 

 

 

 

 

 

 

 

Bootstrap Image Preview