দেশের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী ও অভিনেতা ফারহান আহমেদ জোভান নতুন নাটক ‘লাভ স্টেশন’ নিয়ে হাজির হয়েছেন। নাটকটির রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারের পর গুগলের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। মাত্র ২৪ ঘন্টায় ২ মিলিয়নের বেশি মানুস নাটকটি দেখেছে । যা সত্যিই প্রশংসনীয়।
নাটকটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক, বিশেষ করে কণ্ঠশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ মনে রাখবে বলে মনে করেন তিনি। নাটকটিতে পড়শীকে দেখা যাবে কণ্ঠশিল্পীর চরিত্রেই।
পরিচালক মহিম বলেন, ‘ভালোবাসা ছাড়া সবকিছুই অর্থহীন। সেটিই ফুটে উঠেছে এই নাটকে। পড়শী অসাধারণ অভিনয় করেছেন, যা দর্শকরা দীর্ঘদিন মনে রাখবেন।’
পড়শী বলেন, গানের পাশাপাশি নাটকেও কাজ করছি। এরই ধারাবাহিকতায় ছিল ‘লাভ স্টেশন’ নাটকের গল্প অসাধারণ। নাটকের নাম শুনে রোমান্টিক নাটক মনে হলেও গল্পে অনেক বাঁক রয়েছে; যা ভালো লাগবে দর্শকের। নাটকে আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় চরিত্রটি দেখুক।'
পড়শীর সঙ্গে প্রথমবার অভিনয়। গান থেকে অভিনয়ে আসা এই তরুণীকে নিয়ে জোভানের একবাক্যে মন্তব্য, ‘গায়িকা হিসেবে ভালো, অভিনেত্রী হিসেবে সম্ভাবনাময়ী।’
নাটকে দেখা যাবে, গল্পের নায়ক জোভানের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয় নায়িকা পড়শীর। নাটকে দুজনেই সংগীতশিল্পী। জোভান সৌখিন হলেও পড়শীর ধ্যান-জ্ঞান কিন্তু সংগীতকে ঘিরেই। মা বাবার বারণ সত্ত্বেও সংগীতটাকে আঁকড়ে ধরে আছেন পড়শী। নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হয়, কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারে না। এভাবেই এগোতে থাকে ‘লাভ স্টেশন’র গল্প।
নাতকটিতে পড়শী- জোভান এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে।
নাটকটির ইউটিউব লিঙ্ক: