Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার জন্যে প্রতিবাদ করবো তাও আমাদের ছকে বাঁধা: ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০২:১১ PM আপডেট: ১৪ জুন ২০২১, ০২:১১ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলার পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। পরীমণির সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। Pori Moni একজন নায়িকা হ্যাঁ বাংলা সিনেমার নায়িকা। তো!!!!!!!

তার সাথে যা খুশি তাই করা যাবে।

এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।

একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই।

সবাইকে সহ্য করতে হয়, অসম্মান, সবাইকে।

পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ।

#justiceforporimoni

কার জন্যে প্রতিবাদ করবো আর কার জন্যে করবো না তাও আমাদের ছকে বাঁধা। কী যোগ বিয়োগের পৃথিবীরে বাবা।’’

প্রসঙ্গত, রোববার (১৩ জুন) ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে পরীমণি বিষয়টি নিজেই জানান। এরপর বনানীর নিজ বাসায় রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন পরীমণি। সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এরপর গণমাধ্যমে খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

Bootstrap Image Preview