Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসুস্থ বাবাকে দেখতে দেশে ছুটে এলেন মারুফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০৮:৫৯ PM আপডেট: ২০ মার্চ ২০২১, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক মারুফ।

দীর্ঘদিন ধরেই স্ত্রী, সন্তানদের নিয়ে আমেরিকায় বসবাস করছেন মারুফ। বাবার অসুস্থতার কথা শোনা মাত্রই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। গেলো ১৬ মার্চ কাজী হায়াৎকে হাসপাতালে ভর্তির পরদিন (১৭ মার্চ) ঢাকা ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান মারুফ। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কাজী হায়াৎ সংবাদ মাধ্যমকে বলেন, বেশ কয়েক দিন আগে হঠাৎ করে আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। তবে জ্বর না কমায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই।

গত বুধবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার। কাজী হায়াৎ নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। হালকা জ্বর ছাড়া তাদের দু’জনের আর কোনো শারীরিক জটিলতা ছিল না বলে সেসময় জানিয়েছিলেন তিনি।

এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ।

Bootstrap Image Preview