Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার কৃষকদের পাশে দাঁড়িয়েছে মিয়া খলিফা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৬ PM আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৬ PM

bdmorning Image Preview


ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে এবার টুইট করলেন প্রাক্তন পর্ণ তারকা মিয়া খলিফা। বুধবার, কৃষক আন্দোলনের সমর্থনে তিনি টুইটে লেখেন, ‘নয়াদিল্লি জুড়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওখানে নাকি ইন্টারনেট পরিষেবাও বন্ধ?!’ এরপরেই টুইটারে তার এই টুইট ট্রেন্ডিং হয়ে দাঁড়ায়।

ভারতে নতুন ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাড়িয়েছেন গ্রেটা থানবার্গও। এই তরুণ পরিবেশ আন্দোলন কর্মী মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি খবরের লিঙ্ক। সিএনএন-এর সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন আমেরিকার পপস্টার রিহানা।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। তার কড়া জবাবও দিয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী । মঙ্গলবার রিহানা কৃষক বিক্ষোভের ওই লিঙ্ক শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না’? ভারতে ঘটে চলা কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। একই সঙ্গে ওই বিক্ষোভকারীদের সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন পোস্টে।

রিহানার এই টুইট দেখে তাকে আক্রমণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, ‘কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয় জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চায়না উপনিবেশ তৈরি হতে পারে। যেমন আমেরিকায় হয়েছে’।

Bootstrap Image Preview