Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেফালি খালার ‘মৃত্যু’ মেনে নিতে পারছে না কেউ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৫ PM আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর সম্প্রচার শেষ হয়েছে মঙ্গলবার রাতে। দীর্ঘ ২১ মাস শেষে ১৮২তম পর্বে থামে অন্যতম আলোচিত ধারাবাহিকটির যাত্রা।

 তবে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটির শেষ পর্ব এনটিভিতে প্রচার হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শকমনে। কারণ, হাসি-কান্নার মধ্য দিয়ে শেষ হয়েছে পারিবারিক সংকটের গল্পের নাটকটি। শেষ পর্বে ধারাবাহিকটির অন্যতম জনপ্রিয় চরিত্র শেফালি খালার মৃত্যু হয় বলে ধারণা করছে দর্শক, যা অনেকের মনে আঘাত দিয়েছে।
 
ফেসবুকে এই আঘাতের বেশ কিছু গল্প শেয়ার করেছেন শেফালি খালা চরিত্রে অভিনয় করা মনিরা মিঠু। দীর্ঘ এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, দর্শকদের ভক্তদের পাঠানো ছবিগুলো দিয়ে আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে। গতকাল নেটওয়ার্কের বাইরে ছিলাম, শুটিংয়ে। রাত ১০টার পর থেকে খুব পরিচিত, অল্প পরিচিত অনেক মানুষ ফোন করে অঝোরে কাঁদছিল, তাদের আবেগ আর কান্না জড়ানো কণ্ঠ শুনে আমি প্রথমে ভ্যাবাচ্যাকা খাই; কারণ, কাজের মাঝে আমার মনে ছিল না যে আজ (গতকাল) ফ্যামিলি ক্রাইসিসের শেষ পর্ব। কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারি যে শেফালি খালার মৃত্যুর জন্য এবং পুরো ফ্যামিলি ক্রাইসিসের পরিবারের কান্নার সঙ্গে তারা মিশে গেছেন।

মনিরা মিঠু এই গল্পে আরো যুক্ত করেছেন, ৩০০ ফিটের নিলা মার্কেটের শুটিং স্পটের মালিক মিন্টু ভাই ফোন করে অনেক ক্ষণ হাউমাউ করে কাঁদলেন। কোনো পুরুষ মানুষ নাটক দেখে এইভাবে কাঁদবেন, এটা আমার ধারণায় ছিল না। উনার বাড়িটির নাম হয়ে গেছে শেফালি খালার বাড়ি। আরো কয়েকজন বলছিলেন যে ঠিক এই মুহূর্তে  আমাকে জীবিত দেখতে চান, আমার বাসায় এসে চোখের সামনে আমাকে দেখতে চান। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কি আমাকে দেখতে চাইছেন, না কি শেফালি খালাকে জীবিত দেখতে চাইছেন? তখন আবারও হু হু করে কান্নার শব্দ শুনলাম শুধু... আমি কখনোই ভাবিনি যে এই বকবক করা খানে দর্জাল মহিলা, কখনো কখনো চূড়ান্ত বিরক্তিকর শেফালি খালার জন্য দর্শক এতটা আবেগতাড়িত হবেন।
 
শেষের দিকে ধারাবাহিকটির টিমের জন্য মনিরা মিঠু লিখেছেন, কেমন যেন ফ্লাশব্যাকের  মতো পরিচালক রাজ, সহকারী পরিচালক সোহাগ রানা, রোকন, রুশো, বাপ্পি, ফারুক, মেকআপ আর্টিস্ট আমির, বুবু, খইল্লা, রায়হান, সালমা, ঝুমুর, রুমা, তুলি, মোজাম্মেল আরো অনেকের চেহারা চোখে ভাসছে। কেমন যেন মাথা দুলছে, সব্বাইকে দেখতে ইচ্ছে করছে...
 
যদিও নাটকে শেফালি খালার মৃত্যু প্রসঙ্গে ধারাবাহিকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ মঙ্গলবার রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘দর্শকদের মন খারাপ হয়েছে বা এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এটাই আমার বা আমার টিমের সার্থকতা। তবে শেফালি খালার মৃত্যু হয়েছে, এমনটা দর্শক ভাবছে। আমরা কিন্তু সেটা দেখাইনি। তাঁকে হাসপাতালেও নেওয়া হতে পারে। যদি কখনো সিক্যুয়াল আসে, তখন ব্যাপারটি পরিষ্কার হবে।’

‘ফ্যামিলি ক্রাইসিস’ এনটিভিতে  প্রচারিত হতো প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

Bootstrap Image Preview