Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে তিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০৮:৩০ PM আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


শিরোনাম দেখে হয়তো ভাবনায় নানা কিছু ঘুরপাক খাচ্ছে। তবে ভাবনার কিছু নেই। একজন অভিনয় শিল্পীকে অভিনয়ের সুবাদে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। তারই ধারাবাহিকতায় এবার তানজিন তিশা অভিনয় করলেন মায়ের চরিত্রে। নাটকের নাম ‘রাজপুত্র’।

আর মজার বিষয় হচ্ছে, নাটকে তানজিন তিশার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন।

তিশা বলেন, ‘নায়াস আমার বোনের ছেলে। কিন্তু ওকে আমি আমার সন্তানের মতোই আদর করি। আমার সঙ্গে ওকে দেখে কেউ যদি জানতে চান, এটা কে? আমি এক কথায় বলে দেই, ও আমার সন্তান।’

এর আগেও, বেশ কিছু নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে ‘রাজপুত্র’ নাটকটি তার কাছে বিশেষ কিছু। কারণ এতে তিনি তার বোনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পেয়েছে বলে জানান তিশা।

তিনি বললেন, পুরো গল্প জুড়ে সন্তানের জন্য একজন মায়ের কেমন হাহাকার থাকে সেটি দেখা যাবে। এছাড়া আমার বোনের সন্তানকে নিয়ে কাজ করতে অনেক মজা হয়েছে শুটিং স্পটে। মাত্র দেড় বছরের শিশু সে। এরমধ্যেও সে কোনো প্রকার কান্নাকাটি ছাড়া সারা দিন আমাদের সঙ্গে ছিল। বিশেষ করে শুটিং স্পটে অপূর্ব ভাইয়ের কোলে থাকতে সে খুব পছন্দ করতো। নাটকটিতে তিশা জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্বর সঙ্গে।

সম্প্রতি উত্তরায় ‘রাজপুত্র’ নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের পরিচালনায় এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

নির্মাতা সোহেল আরমান জানান, খুব শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Bootstrap Image Preview