Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘কন্ঠ’ সিনেমায় জয়ার অভিনয়ে মুগ্ধ পরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০১:৪৩ PM আপডেট: ১১ মে ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


দুই বাংলায় অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জয়া আহসান। গতকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেলো জয়া অভিনীত ছবি ‘কণ্ঠ’। জয়া আহসানের অভিনয় দেখে মুগ্ধ ছবিটি পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী।

এই ছবিটির মূল চরিত্রে আছেন অর্জুন, যিনি পেশায় একজন রেডিও জকি। গলায় ক্যানসার ধরা পড়ে তার। ফলে স্বরযন্ত্র কেটে ফেলতে হয়। সুন্দর কণ্ঠ তো নয়ই, গলা দিয়ে বেরোতে থাকে অদ্ভুত স্বর। এতে হতাশায় ডুবে যান তিনি। ঠিক এমন সময়ে এগিয়ে আসেন একজন ‘স্পিচ থেরাপিস্ট’। তিনিই হচ্ছেন জয়া আহসান।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনের এক নম্বর প্রেক্ষাগৃহে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটি দেখার জন্য নন্দনে ছিল উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। ২ ঘণ্টা ২৪ মিনিটের এই বাংলা ছবি দর্শক দেখেছেন মন দিয়ে। তালি দিয়ে উৎসাহিত করেছেন। ছবির গান ‘আমার হাঁটুজলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে, সবাই চুপ’ মুগ্ধ করেছে দর্শকদের। ছবিটি দেখতে টালিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন নন্দনে সেদিন।
পাওলি দাম গণমাধ্যমকে বলেছেন ‘কণ্ঠ‘ ছবিতে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত খুশি। সত্যিই ‘কণ্ঠ’ একটি চ্যালেঞ্জিং ছবি। আশা করছি, কলকাতার দর্শকদের ছবিটি ভালো লাগবে।’

পরিচালক শিবব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘ছবিটি করার আগে আমি দশবার ভেবেছি। এই ছবির স্পিচ থেরাপিস্টের ভূমিকায় জয়া আহসান ছাড়া দ্বিতীয় তারকা নেই। তাই আমি জয়াকে নিয়েই ছবিটি করার সিদ্ধান্ত নিই। একটি চ্যালেঞ্জিং ছবি। অপূর্ব অভিনয় করেছেন জয়া আহসান। 

একজন রেডিও জকি বা বাচিক শিল্পী ক্যানসারে কণ্ঠ হারিয়ে, সেই কণ্ঠ উদ্ধারের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের নানা ছবি তুলে আনা হয়েছে ছবিতে। আর এই লড়াইয়ে ক্যানসার রোগীর কণ্ঠ ফিরিয়ে দিতে বন্ধু হিসেবে কাজ করেছেন জয়া আহসান। ছবিতে ভালো অভিনয় করেছেন পাওলি দামসহ সব শিল্পী। আর জয়ার কোনো তুলনা নেই। এই ছবির ওই চরিত্রের জন্য জয়া শতভাগ উপযুক্ত ছিল।’

নন্দিতা রায় বলেছেন, ‘এই ছবির সেরা পুরস্কার হলো বাংলাদেশ থেকে পাওয়া জয়া আহসান। দারুণ অভিনয় করেছেন। অনবদ্য অভিনয়। সাবলীল অভিনয়।’

Bootstrap Image Preview