Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুগল সার্চে সবার শীর্ষে প্রিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বুধবার (১২ ডিসেম্বর) এই বছরে  গুগল ইন্ডিয়া সবচেয়ে বেশি গুগলে সার্চ করা (খোঁজা) ব্যাক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে প্রিয়া প্রকাশই এ বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাঁকে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা (খোঁজা) হয়েছে। আর এ দিক দিয়ে বলিউডের নামীদামি তারকাকেও টপকে গেলেন প্রিয়া।

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়া প্রকাশ ব্যারিয়ারের চোখের আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিলেন সিনে-দর্শক। সেই প্রিয়াকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ।

মালয়ালাম এই অভিনেত্রীর পরেই গুগল সার্চের তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত বলিউড তারকা প্রিয়াঙ্কার চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। প্রিয়াঙ্কা নিজে রয়েছেন তালিকার চতুর্থ নম্বরে।

তৃতীয় অবস্থানে রয়েছেন টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধারি। আর পঞ্চম স্থানে রয়েছেন সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা।

গুগল সার্চের সেরা দশের ছয় নম্বরে রয়েছেন ‘কেদারনাথ’ নায়িকা সারা আলি খান, সাত নম্বরে বলিউড সুপারস্টার সালমান খান, আট নম্বরে ব্রিটেন রাজবধূ ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল।

গুগল সার্চ তালিকার নয় নম্বরে উপমহাদেশের খ্যাতনামা ভজনশিল্পী অনুপ জলোটা ও দশ নম্বরে রয়েছেন প্রযোজক বনি কাপুর, যিনি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী।

 

Bootstrap Image Preview