Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারেক মাসুদের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার তারেক মাসুদের জন্মদিন। তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একটি ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। এতে দেখা যায়, এই নির্মাতার বিখ্যাত ছবি 'মাটির ময়না'থেকে ধারনা নিয়ে হাতে ধরা একটি মাটির পাখি প্রকাশ করতে।

এই নির্মাতা সম্পর্কে গুগল লিখেছে, তিনি প্রথম বাংলাদেশি নির্মাতা যে কিনা অস্কারে অংশ নিয়েছেন এবং ২০০২-এর কান চলচ্চিত্র উৎসবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও তিনি অর্জন করেন। বাংলাদেশে স্বাধীনধারার চলচ্চিত্র আন্দোলনে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

এই শ্রদ্ধার জন্য তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ গুগল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি সত্যিই অত্যন্ত সম্মানের যে গুগল কর্তৃপক্ষ তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতি জানাচ্ছে এই ভাবে। তারেক আসলে বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন ছিলেন। আর একই সাথে দেশে ও বিদেশে যেমন তার অসংখ্য ভক্ত ছিল, ঠিক তেমনি অনেক তরুণ নির্মাতার কাছেও তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ।’

তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি (১৯৮৫) এবং সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে। চলচ্চিত্রে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করেন। ২০১১ সালের ১৩ আগস্ট তার সর্বশেষ চলচ্চিত্র ‘কাগজের ফুল’ এর শুটিং এলাকা পরিদর্শনের পর ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। 

 

 

Bootstrap Image Preview