Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মিসেস শ্রীলঙ্কা’ ক্যারোলিন জুরি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ১২:৩৮ PM আপডেট: ০৯ এপ্রিল ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


শ্রীলঙ্কার চলতি বছরের ‘মিসেস শ্রীলঙ্কান’ বিজয়ী ঘোষণার মঞ্চে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। এ বছরের মিসেস শ্রীলঙ্কান বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে রানার আপের মাথায় পরিয়ে দেয়ার ঘটনার জেরে।

একাধিক ঘটনার সূত্রপাত। পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র'কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

খবরে বলা হয়, গেলো রোববার কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনাল অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন।

Bootstrap Image Preview