Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাকার অভাবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সেলিম আশরাফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪১ PM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪১ PM

bdmorning Image Preview


দেশের খ্যাতনামা সুরকার সেলিম আশরাফের শারীরিক অবস্থা ভালো নেই। গত ৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই বাসায় ফিরতে হয়েছে তাকে।

জানা যায়, ডাক্তার মোমেনুজ্জামান ও তানিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এই সুরস্রষ্ট্রা। ১২ দিনের চিকিৎসায় তার শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়েছে। কিন্তু রক্ত ও কিডনি সমস্যার জটিলতা এখনো রয়েছে।

এ প্রসঙ্গে সেলিম আশরাফ বলেন, ‘১২ দিন থেকে হাসপাতালের বিল দিতে হয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার টাকা। এর অধিকাংশ টাকাই আমার বন্ধুরা সহযোগিতা হিসেবে দিয়েছে। ডাক্তার আমাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছিলেন। কিন্তু এখানের ব্যয়বহুল চিকিৎসার ভার আমাকে খুব সংশয়ে ফেলে। যে কারণে ডাক্তারের কথা অগ্রাহ্য করেই বাসায় ফিরে এসেছি। তবে এখানে চিকিৎসা অনেক ভালো এবং ডাক্তাররা অনেক আন্তরিক।’

তিনি আরও বলেন, ‘এখানে আমার শ্বাসকষ্টের চিকিৎসা করেছেন ডা. মোমেনুজ্জামান। তার আন্তরিক চিকিৎসা সেবায় আমার শ্বাসকষ্ট এখন নেই বললেই চলে। ডায়ালাইসিস সেবা দিয়েছেন ডা. তানিয়া। এবার নতুন চার ব্যাগ রক্ত নিতে হয়েছে আমাকে। চিকিৎসা সেবা পেয়েছি এককথায় খুবই ভালো। কিন্তু অর্থাভাবে রক্ত আর কিডনি সমস্যা নিয়েই বাসায় ফিরতে হয়েছে।’

উল্লেখ্য, দেশাত্মবোধক গান ‘যে মাটির ‍বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ এবং ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো' শীর্ষক গানসহ বেশকিছু জনপ্রিয় গানের খ্যাতনামা সুরকার সেলিম আশরাফ। এই গানগুলো শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।

Bootstrap Image Preview