Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:০৬ PM আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview


ভারতের নোট বাতিলের সময় এক নারীকে টাকা বদলানোর প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার গায়িকা এবং ২৭ বছর বয়সী অভিনেত্রী শিখা রাঘব।

গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) হরিয়ানার বাহাদুরগড়ে শুটিং করছিলেন শিখা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তবে শিখাকে জিজ্ঞাসাবাদের আগে তার আরও এক সাথী পবনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের পুরনো মামলায় দিল্লির আদালত শিখাকে পলাতক ঘোষণা করেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের রানাপ্রতাপ বাগের বাসিন্দা সন্তোষ ভরদ্বাজ। দু’বছর আগে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন তিনি। সন্তোষের কাছে দুবছর আগে ৬০ লাখ টাকার পুরনো নোট ছিল। শিখা এবং পবন খুব কম মূল্যের বিনিময়ে সন্তোষের কাছে থেকে নোটগুলো নেয়। তারা পুরনো নোট বদলে দেওয়ার লোভ দেখাতে সন্তোষ তাদের কথায় রাজি হয় এবং টাকাও দিয়ে দেন।

কিন্তু শিখা এখনো তার টাকা বদলে দেননি। সন্তোষ অভিযোগ জানানোর পরেই পবনকে গ্রেফতার করা হয়। তারপর পবনের মাধ্যমেই শিখাকে গ্রেফতার করে পুলিশ।

Bootstrap Image Preview