Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইনজীবী সানাউল্লাহকে বিয়ে করলেন সালমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:১৮ PM আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রায় সাড়ে তিন বছর সিঙ্গেল স্ট্যাটাসে থাকার পর পারিবারিক কারণেই বিয়ের পিঁড়িতে বসেছেন এ কণ্ঠশিল্পী।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের ডেকে সালমা নিজেই তার দ্বিতীয় বিয়ের খবর জানান।

গত ৩১ ডিসেম্বরপারিবারিকভাবে ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন লোকগানের জনপ্রিয় এই শিল্পী। যিনি ঢাকা জজ কোর্টের এডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।

বিয়ের বিষয়ে সালমা বলেন, প্রেম নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে।

৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন।

সালমা জানান, আইন বিষয়ে পড়াশুনার জন্য তিনিও শিগগিরই যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। তবে, যেখানেই যান না কেন- গানে তিনি নিয়মিতই থাকছেন বলেও জানান তিনি।

বিয়ের কথা প্রসঙ্গে লালনকন্যা খ্যাত এই কণ্ঠশিল্পী আরও বললেন, ‘বিয়ের আগে আমি স্বামীর সাথে কথা বলেছি। শুনেছি, আমার গান পছন্দ করে কি না। জানলাম, এতে তার কোনও আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সব মিলিয়েই আমরা নতুন জীবনের সিদ্ধান্তটা নেই।’

সালমা মনে করেন, পরষ্পর একসাথে থাকতে হলে দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকা দরকার। এই সবকিছুর সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। এসবগুলো সালমা তার স্বামী সাগরের মধ্যে দেখেছেন।

এদিকে ২০১১ সালে পারিবারিকভাবে সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের সঙ্গে। তাদের সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

এ বিষয়ে সালমা বলেন, প্রায় তিন বছর হলো শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করেছি।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান– তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান।

Bootstrap Image Preview