Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিঁদুর পরার কারণ জানালেন নুসরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৮:৩৫ PM আপডেট: ২৭ জুন ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


গেল ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে স্বপ্নের মতো বিয়ে সেরেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। দেশে ফিরেই যোগ দিয়েছেন সংসদে। বিয়ের পর থেকেই নুসরাতের সিঁথিতে মোটা লাল সিঁদুর সকলের নজর কেড়েছে। অনেকে বলছেন, বিয়ের পর ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে স্থানান্তরিত হয়েছেন নুসরাত। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

নুসরাত জানান, ‘আমার মাথায় সিঁদুর দেখে অনেকে প্রশ্ন করেছেন, আমি কি হিন্দুকে বিয়ে করে হিন্দু হয়ে গেলাম? আমার তো মনে হয় কোন ধর্ম অনুসরণ করব, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার সবার রয়েছে। আমি জন্মসূত্রে মুসলিম। সেটাই অনুসরণ করছি। কিন্তু সব ধর্ম এবং তার নিয়মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার। আমি এবং আমার স্বামী আমাদের ধর্ম পালন করছি। আমার তো মনে হয় এটাই স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘আমি যে কতবার ট্রোলড হয়েছি, তার কোনও হিসেব নেই। আমার তো মনে হয় ট্রোলিং ভালোবাসারই ভিন্ন প্রকাশ! আসলে এ সবই মানুষ করেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। মনোযোগ না পেলেই ট্রোলিং শুরু করেন। জীবনে নেগেটিভ জিনিসকে কখনও গুরুত্ব দিইনি। কাজই সব সময় আমার হয়ে কথা বলেছে। এবারও তাই হবে।’

Bootstrap Image Preview