Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অমিতাভের বাসভবন ‘প্রতীক্ষা’ ভাঙতে হবে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৪৭ PM আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


মুম্বাইয়ের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম ‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’। প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করে অমিতাভ বচ্চনকে দেখার জন্য। এই ভালোবাসার  ‘প্রতীক্ষা’য় আঘাত হানছে মুম্বাই মহানগর পালিকা (বিএমসি)।

বলিউডের মেগাস্টারের এই বাংলো মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সম্প্রতি বিএমসি থেকে অমিতাভ বচ্চন বরাবর একটি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’র কম্পাউন্ড ভাঙতে হবে।

জানা গেছে, অমিতাভের এই বাংলোর সামনে ৪৫ ফুট চওড়া রাস্তা আছে। রাস্তাটি চওড়ায় কম হওয়ায় এখানে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই গত বছর বিএমসি রাস্তাটি ৬০ ফুট চওড়া করার সিদ্ধান্ত নেয়। অমিতাভ বচ্চনকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, তিনি নিজের থেকে কম্পাউন্ড না ভাঙলে বিএমসি কর্তৃপক্ষ এই দায়িত্ব পালন করবে।

দুই দিন আগেই এই এলাকার নামী ব্যবসায়ী সত্যমূর্তির বাংলোর দেয়াল বিএমসি ভেঙে দিয়েছে। সত্যমূর্তি বিগ বির প্রতিবেশী। তাই খেপে গিয়ে এই ব্যবসায়ী বলেছেন, ‘বিএমসির কর্মকর্তারা অমিতাভ বচ্চনকে ভয় পান। তাই এখনো পর্যন্ত বিগ বির বাংলো অক্ষত আছে।’

Bootstrap Image Preview