Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লড়াইয়ের জন্য আমি তৈরি: নুসরত জাহান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:০৪ AM আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


আগামী লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় কিছু অপ্রত্যাশিত নতুন মুখ এনে প্রত্যাশিত চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন জাতিয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে এবার নয়া প্রার্থীর নাম ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তার মধ্যে বসিরহাট কেন্দ্র থেকে লড়বেন মমতার তারকা প্রার্থী, অভিনেত্রী নুসরত জাহান। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা নুসরতের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন।

কীভাবে সামাল দেবেন এই আসন্ন যুদ্ধ, তা নিয়ে নুসরত চিন্তিত নন, মাথা ঘামাচ্ছেনও না। যদিও এই অভিনেত্রীর রাজনীতির অভিজ্ঞতা নেই, এটা তো বড় দায়িত্ব? বিভিন্ন জায়গায় বহুবিধ ক্ষেত্রে আমরা দায়িত্ব পালন করি, এটা একটা বড় দায়িত্ব বটেই। তবে আমি পার্টির প্রতি, মানুষের প্রতি কৃতজ্ঞ যে তাঁরা আমার উপর বিশ্বাসটা রেখেছেন। আমি নার্ভাস, কিন্তু সেই সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত, বললেন নুসরাত। 

আপনি আর মিমি তো বন্ধু, তালিকা ঘোষণার পর কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিশ্চয়ই হয়েছে! তবে কি কথা হয়েছে সেটা বলা যাবে না (হাসি)।

বসিরহাট কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আপনাকে এই কেন্দ্র থেকে দাঁড় করানোর কি জানতে চাইলে নুসরত বলেন, এই বিষয়ে তো আমি কিছু বলতে পারব না। তবে আপাতত কীভাবে সামাল দেবেন এই আসন্ন যুদ্ধ, তা নিয়ে নুসরত চিন্তিত নন, মাথা ঘামাচ্ছেনও না। জানালেন, আগামী পরিকল্পনার কথা তিনি বুধবারই সাংবাদিক সম্মেলন করে জানাবেন।

উল্লেখ্য, এবারের ভারতের তৃণমূলের প্রার্থী তালিকায় নুসরতের পাশাপাশি চমক ছিল মিমি চক্রবর্তীর নাম ঘোষণাও। যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। এছাড়াও ঘাটালে আবারও প্রার্থী হচ্ছেন সাংসদ ও অভিনেতা দেব তথা দীপক অধিকারী। আসানসোল থেকে নির্বাচন লড়বেন শ্রীমতি দেববর্মা ওরফে মুনমুন সেন। তবে ইন্দ্রাণী হালদারের নাম শোনা গেলেও প্রার্থী তালিকায় তিনি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুলাব গ্যাং’ যে তোড়জোড় করেই মাঠে নামবেন, একথা বলাই বাহুল্য।

Bootstrap Image Preview