Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রথম উপহার’ আপনার চোখ খুলে দিবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


আমাদের সমাজে একটি মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন গুণাবলী থাকা সত্ত্বেও গায়ের রঙ কালো বা উচ্চতায় খাটো হলে তাকে বিয়ের সময় ভালো খেসারত দিতে হয়। অনেক সময় এমন মেয়েদের যৌতুকের ছায়াতলে বিয়ের পিঁড়িতে বসতে হয়। কিন্তু এমন গোঁড়ামি কতদিন?

ভালোবাসা দিবস উপলক্ষে এমনই গল্পে প্রকাশ পেয়েছে বিস্ক ক্লাব নিবেদিত মীর ইশতিয়াকের স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘প্রথম উপহার’। গল্পটি লিখেছেন সুমাইয়া সারাহ মিষ্টি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও রকিব উদ্দিন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটা যখন প্রথম আমার কাছে আসে আমি নিজেই খুব ইমোশনাল হয়ে পড়ি, সাথে সাথে ইশতিয়াক ভাইকে বলি এই গল্পটা আমি করতে চাই। গল্পটি মাথায় রেখে এক কথায় অসাধারন একটি ফিল্ম তৈরি করেছেন ইশতিয়াক ভাই।’

তিনি আরো বলেন, ‘আমার সাথে রকিব উদ্দিন ছাড়াও আরও ৭জন আর্টিস্ট ছিলো। এরা সবাই দূর্দান্ত অভিনয় করেছেন। আশা করি, চলচ্চিত্রটি সবার ভালো লাগবে, বিশেষ করে মেয়েদের।’

নির্মাতা মীর ইশতিয়াক বলেন, 'চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। তানজিন তিশা, রকিব এছাড়াও আরো যারা ছিলেন তারা সবাই অসাধারন পারফর্ম করেছেন। আমি মনে করি সুন্দর একটি ফিল্ম দর্শকদের উপহার দিতে পেরেছি।'

‘প্রথম উপহার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একটি গান রয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন চিরকুটের জাহিদ নিরব। তুষার রাহমানের কথায় গানটির সুর করেছেন জাহিদ নিরব নিজেই। জাগো এন্টারটেইনমেন্টের ব্যানারে ইউটিউবে গেলো ৯ ফেব্রুয়ারি ফিল্মটি প্রকাশ পায়। এখন পর্যন্ত ভিডিওটি ১১ লক্ষ ৪৬ হাজার ৩৮ বার দেখা হয়েছে।

Bootstrap Image Preview