Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না কনকচাঁপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনে ভোটার আইডিতে এলাকা পরিবর্তন করতে না পারায় নিজের ভোট নিজেকে দিতে পারবেন না সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

জাতীয় পরিচয়পত্রে (ভোটার আইডি) এলাকা পরিবর্তন করতে না পারায় তিনি ভোট দিতে পারবেন না বলে তার স্বজনরা জানিয়েছেন।

জানা যায়, সিরাজগঞ্জে কাজিপুর এলাকার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া গ্রামে তার দাদার বাড়ি। বর্তমানে স্বপরিবারে  ঢাকার পল্টন এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ঢাকায় বসবাসের কারণে পল্টন এলাকার বাসিন্দা হিসেবে সেখানে ভোট প্রদান করে আসছিলেন। বিএনপি থেকে মনোনয়ন পাবার পর ভোটার এলাকা পরিবর্তন করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয়নি।

ফলে একাদশ সংসদ নির্বাচনে তিনি নিজেকে ভোট দিতে পারছেন না। এমনকি ভোটের দিন সিরাজগঞ্জে অবস্থান করার কারণে ঢাকাতেও ভোট দিতে পারছেন না বলে জানা গেছে।

Bootstrap Image Preview