Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে ৪৫২ কোটির বাংলো পেলেন ঈশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM

bdmorning Image Preview


সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার (১২ ডিসেম্বর) ভারতের উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঈশা আম্বানি ও আনন্দ পিরামল। বিয়ের আগেই তাঁর শ্বশুর ও শাশুড়ি বউমা ঈশাকে ৪৫২ কোটি রুপি দামের একটা বাংলো উপহার দিয়েছেন।

মুম্বাইয়ের ওরলির সমুদ্রের পাড়ে এই বাংলো টি তৈরি করা হয়েছে। ৫ তলা সম্পন্ন এই বাড়িটি তৈরি করেছে মোট ১,৫০০ শ্রমিক ও মিস্ত্রি। বাড়ির ভিতরের মেঝেতে লাগানো হয়েছে সাদা মার্বেল। এমনকি এই বাড়িটির মাটির নীচেও রয়েছে ২টি তলা। গাড়ি রাখা ও অন্যান্য দরকারি সকল সুযোগ সুবিধার জন্য মূলত এই ২ তলার ব্যাবস্থা করা হয়েছে।

যদিও দামি বাড়ি ঈশা আম্বানির কাছে নতুন কিছু নয়। কারণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া দেশে। তবে তার নতুন ঠিকানাটিও কম সুন্দর নয়। ২০১২ সালে ইউনিলিভার গোষ্ঠীর মালিকানাধীনে থাকা বাংলোটি ৪৫২ কোটি রুপিতে কিনে নেন পিরামল গোষ্ঠী। এরপর সেই বাংলোটি নতুনভাবে সংস্কার করা হয়। বিয়ের পর এই বাড়িতেই থাকবেন আনন্দ ও ঈশা।

গত ১৯ সেপ্টেম্বর এই বাংলোয় বসবাসের জন্য ছাড়পত্র দিয়েছে মুম্বাই পুর নিগম। বাংলোর প্রথম তলায় রয়েছে এন্ট্রান্স লবি। তার ওপরের তলায় রয়েছে লিভিং ও ডাইনিং রুম এবং তিন তলায় রয়েছে আরও একটি হলঘর, বেডরুম ও সার্কুলার স্টাডিজ রুম।

তার শ্বশুরমশাই অজয় পিরামলও কম ধনী নন। গোটা বিশ্বে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি রয়েছে তার এবং ঔষধশিল্প, মূলধনী ব্যবসা, নির্মাণশিল্প, তথ্য প্রযুক্তি ও কাচ প্যাকেজিং শিল্পেও রয়েছে তার বিনিয়োগ।

 

Bootstrap Image Preview