Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়ের কাছে উচ্চারণ শিখেন শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


গত সপ্তাহে মুক্তি পায় 'জিরো' ছবির ‘মেরে নাম তু’ গানটির টিজার। গানের দৃশ্যে শাহরুখ ও আনুশকা শর্মা দর্শকের মন জয় করেছেন। গানের কথাও চমৎকার। শুক্রবার(৭ ডিসেম্বর) ‘মেরে নাম তু’ গানটির নেপথ্যের গল্প বললেন শাহরুখ খান। এই গানের সঠিক উচ্চারণ নাকি বলিউড বাদশাহ শিখেছেন তার মেয়ে সুহানার কাছে থেকে।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কন্যা সুহানা খানের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে শাহরুখ লিখেছেন, ‘মেরে নাম তু’ গানের কথা ঠিকভাবে উচ্চারণ করার জন্য বলিউড বাদশাহকে সাহায্য করেছেন সুহানা! বাবার ভুল ধরিয়ে দিয়েছেন সুহানা।

‘জিরো’ সেটে হাজির ছিলেন সুহানা খান। সেখানে তোলা ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে শাহরুখ লিখলেন, “মেরে নাম তু’র সব কাজ শেষ করলাম... এটা খুব মিষ্টি। সেটে ঠিকভাবে যেন গাই, সেজন্য আমার কন্যা সব শিখিয়ে দিয়েছে। আশা করি, গানটি দেখার পর সে অনুমতি দেবে।’

ছবিতে দেখা যাচ্ছে, বাবা মেয়ে গানের রিহার্সাল করছেন।

আরেক টুইট বার্তায় শাহরুখ খান জানিয়েছেন, একটি গান বারবার তাঁকে গাইতে হয়েছে। শুটিং থেকে তিনি অন্যতম সেরা অভিজ্ঞতা পেয়েছেন। আর তা সম্ভব হয়েছে কন্যা সুহানা খানের জন্য।

সুহানা লন্ডনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। মাঝেমাঝেই তিনি মুম্বাইয়ে যান। আর সুযোগ পেলেই আদরের কন্যাকে দেখতে লন্ডনে উড়াল দেন শাহরুখ।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আদুরে কন্যা সুহানা খান ইতিমধ্যেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন।

কিছুদিন আগে লন্ডনের মঞ্চে একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেন সুহানা। আর সুহানার পারফর্মেন্স দেখতে সোজা ওই দেশে চলে যান শাহরুখ। সুহানার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন আর তা ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছিলেন তিনি।

১৯৯১ সালে বিয়ে করেন গৌরী খান ও শাহরুখ খান। তাঁদের দ্বিতীয় সন্তান সুহানা খান। অপর দুই সন্তান আরিয়ান খান ও আব্রাম খান। এমনিতেই বলিউডের তারকাসন্তানদের দিয়ে ভক্তদের আগ্রহ অনেক। সামাজিক মাধ্যমে সুহানা খান ব্যাপক জনপ্রিয়।

 

Bootstrap Image Preview