Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে চমক দিলেন পরীমনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ PM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


পূর্বের সূত্র ধরে এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে দিয়েছেন পরীমনি। সারাদিন তাদের সঙ্গেই কাটিয়েছেন। কাছের মানুষদের জন্য সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। সেখানে শুধু পরী রূপে হাজির হননি বরং ভক্তদের জন্য বিশেষ এক চমক দিয়েছেন এই অভিনেত্রী।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ আসছে ওয়েব সিরিজে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি। জন্মদিন পার্টিতে খবরটি দেয়ার সময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্যই এতদিন অপেক্ষা করেছেন পরী।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন লাবণ্য চরিত্রটি ভালো করে ফুটিয়ে তুলতে পারি।’

লাবণ্য চরিত্রে পরীমনিকে চূড়ান্ত করা হলেও অমিত চরিত্রে কে থাকছেন সেটি এখনো জানা যায়নি। নির্মাতা সূত্রে ধারণা পাওয়া গেছে, অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো অভিনেতা। অনেকেই আশা করছেন, ‘স্বপ্নজাল’র শুভ্রার মতো লাবণ্য চরিত্রটিও নিজের মধ্যে ভালোভাবেই ধারণ করতে পারবেন পরীমনি।

ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। এটি নির্মাণ করবেন বাংলাদেশী নির্মাতা হিমেল আশরাফ। ‘শেষের কবিতা’র নাট্যরূপ দিচ্ছেন মুহতাবা বৃত্তা। চলতি বছরের আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় ‘শেষের কবিতা’র দৃশ্যধারণ শুরু হবে। শেষ অংশের শুটিং হবে কলকাতায়।

উল্লেখ্য, ওয়েব সিরিজে ৮ পর্বে নির্মিত হবে ‘শেষের কবিতা’। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। ২০১৯ সালে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ হবে।

Bootstrap Image Preview