Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উড্ডয়নের সময় বিমান থেকে খুলে পড়ল ১০০ কেজি ওজনের চাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৮:২৮ PM
আপডেট: ১২ অক্টোবর ২০২২, ০৮:২৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কার্গো বিমান থেকে ১০০ কেজি ওজনের একটি চাকা খুলে মাটিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ইতালির তারান্তো থেকে প্লেনটি যাত্রা শুরু করেছিল। ব্রাজিলিয়ান এভিয়েশন ব্লগ অ্যারোইন এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে।বিশ্বের দীর্ঘতম কার্গো বিমান থেকে চাকা খুলে পড়ার ভিডিওটি অ্যারোইন টুইটারে পোস্ট করেছে।

তারা লিখেছে, ‘বোয়িং ৭৪৭-৪০০ ড্রিমলিফটারের একটি চাকায় আগুন লেগেছে এবং উড্ডয়নের পর তার চাকা পড়ে গেছে। ’মঙ্গলবার মার্কিন কার্গো এয়ারলাইনস অ্যাটলাস এয়ার পরিচালিত এন৭১৮বিএ ফ্লাইটটি দক্ষিণ ক্যারোলাইনার উদ্দেশে রওনা করেছিল। বিমানটি রানওয়ে থেকে একটু ওপরে উঠতেই কালো ধোঁয়া ছড়াতে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে একটি চাকা খুলে মাটিতে ছিটকে পড়ে।

ড্রিমলিফটারে ১৮টি চাকা থাকে, যার একেকটির ব্যাস চার ফুট। খুলে পড়া চাকাটি তারান্তো-গ্রোটাগ্লি বিমানবন্দরের কাছাকাছি একটি আঙুরবাগানে পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।ড্রিমলিফটার হলো একটি রূপান্তরিত বোয়িং ৭৪৭ বিমান, যা বিশ শতকের গোড়ার দিকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ড্রিমলাইনারের যন্ত্রাংশ বহন করার জন্য তৈরি করা হয়েছিল।এ ঘটনার তদন্তে অ্যাটলাসকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বোয়িংয়ের একজন মুখপাত্র।এয়ারলাইনস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার ফ্লাইটটি দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটন আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

Bootstrap Image Preview