Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নেপাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৫ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৫ PM

bdmorning Image Preview


এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দেশের পশ্চিমাঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাজুরা শহরে ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

নেপালের ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল বিশায়া এলাকায়। এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি সর্বশেষ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের বাজুরা শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫দশমিক ৯। মিকম্পের কেন্দ্রস্থল ছিল মেলা শহরে। এই ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছিল।

এদিকে, চীন-তাজিকিস্তান সীমান্ত এলাকায়ও শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬:৩৭) ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র এ তথ্য জানিয়েছে। জিনজিয়াং প্রদেশের খাসগার ও ওর্ট্যাক্স অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ভয়াবহ ভূমিকম্পের পর এসব শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আহত হন অনেকে। কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

Bootstrap Image Preview