Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুডুলস খাওয়ার সময় শিশুর গলায় আটকে গেলো সেফটিপিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১১:১৭ AM
আপডেট: ২৭ আগস্ট ২০২২, ১১:১৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মেয়ের সাথে খেলছিলেন মা। আর সুযোগ বুঝে মেয়ের মুখে দিচ্ছিলেন নুডুলস। এরই এক ফাঁকে অসাবাধনতাবশত মেয়ের মুখে চলে যায় আস্ত একটা সেফটিপিন। পরে গলায় সেই সেফটিপিন আটকে মেয়েটি হয়ে পড়ে অসুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেফটিপিন অপসারণ সম্ভব না হওয়ায় তাকে নেয়া হয়েছে ঢাকায়।

অসুস্থ শিশুর নাম জিদনী। সে নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

শফিকুল ইসলাম জানান, বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জিদনি খাবে না বলে বায়না ধরে। এতে তার মা জুলেখা বেগম নানা ছলাকলায় খাওয়ানোর চেষ্টা করে। একপর্যায়ে শিশুটিকে মেঝেতে নামিয়ে খেলার ছলে নুডুলস খাওয়ায়। এর কিছুক্ষণের মধ্যে জিদনি বমি করতে শুরু করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাঘা সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহী মেডিকেল কলেজে ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তির পর এক্সরে করানো হয়। দেখা যায়, গলায় আটকে আছে আস্ত সেফটিপিন।

ওই ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গলার ভেতর খেকে সেফটিপিন বের করার মতো চিকিৎসা সরঞ্জাম নেই। সে কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শুক্রবার দুপুরে পরিবারের লোকজন জিদনিকে নিয়ে ঢাকায় রওয়ানা হয়েছেন।

Bootstrap Image Preview