Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহানবীকে কী মন্তব্য করেছেন নূপুর শর্মা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০২:১৮ PM
আপডেট: ০৯ জুন ২০২২, ০২:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কি এমন মন্তব্য করেছেন বিজেপির সাময়িক বরখাস্তকৃত জাতীয় মুখপাত্র নূপুর শর্মা! এ কৌতুহল সর্বত্র। এর আগেও ভারতে ও ভারত উপমহাদেশের বাইরে মহানবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অনেকজন। তবে এবার নূপুর শর্মার মন্তব্যের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, অতীতে এমনটা হয়েছে বলে মনে পড়ে না। এর আগে এমন ঘটনা বা গোমাংস খাওয়ার অপরাধে উত্তর প্রদেশে আখলাক হুসেইন নামে ৫০ বছর বয়সী একজনকে তার বাড়িতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর তার ছেলে দানিশকে ভয়াবহ প্রহার করা হয়েছে। অনেক বছর তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে জীবন ফেরত পেতে হয়েছে। 

সম্প্রতি মহারাষ্ট্রে মসজিদে লাইডস্পিকার ব্যবহার করে আজান দিলে মসজিদের সামনে হনুমান চল্লিশা বাজানোর হুমকি দেন এমএনএসের প্রধান রাজ ঠাকরে। এমনসব ঘটনায় বিজেপির কোনো টনক নড়েনি। তারা এর নিন্দাও জানায়নি। কিন্তু নূপুর শর্মার মন্তব্যের পর পর যখন চারদিক গরম হয়ে উঠছিল, তখন ক্ষমতাসীন বিজেপি তাকে পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে। গত রোববার তারা এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

এমন ঘটনা বিজেপির জন্য বিরল। তাহলে কী এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা, কত গভীরতা ছিল তার মন্তব্যের, যার জন্য তার বিরুদ্ধে এমন বিরল ব্যবস্থা নিতে হলো বিজেপিকে? 

পরিস্থিতির উত্তাপ যখন ভারতের সীমান্ত ছেড়ে আরব বিশ্বে মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে, তখন নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিও ইউটিউব থেকে মুছে দিয়েছে টাইমস নাউ টেলিভিশন। কিন্তু তার ওই মন্তব্যের ভিডিও পাওয়া গেছে নেটদুনিয়ায়। তাতে দেখা গেছে, নূপুর শর্মা কি বাক্য উচ্চারণ করেছেন ঔদ্ধত্যের সঙ্গে। এর আগেও মহানবীকে নিয়ে নানারকম বিতর্কিত মন্তব্য করা হলেও এমন গর্হিত শব্দ ও বাক্য ব্যবহার করা হয়নি। কি সেই বাক্য? অনেকেই জানতে চেয়েছেন। কিন্তু একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে সেই শব্দ মুখে আনা অসম্ভব। তাই পাঠকদের কাছে সেই বাক্য উপস্থাপন করা যাচ্ছে না। সম্ভবত এ জন্যই সৌদি আরব সহ মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসছে। এর ঢেউ লেগেছে সারা দুনিয়ায়। কয়েকদিন এটা টক অব দ্য ওয়ার্ল্ড। বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এমন অবস্থা। কি সেই মন্তব্য! এটা এতটাই নিকৃষ্ট, অশালীন এবং অশ্লীল যে তা উচ্চারণ করা বা পাঠকদের সামনে পেশ করা সম্ভব নয়।  

এ ঘটনায় মুসলিম জাহানে তোলপাড় হচ্ছে। নিন্দার ঝড় উঠেছে। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে অনেক দেশ। কিন্তু এ ইস্যুতে একেবারেই নীরব বাংলাদেশ। সর্বশেষ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। ক্ষোভ যখন আরব বিশ্ব ও মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় দূতদের তলব করেছে, কাতার সহ অনেক স্থানে ভারতীয় পণ্য বর্জন শুরু হয়েছে, তখনই এই ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসইয়া বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতিকে সোমবার তলব করা হয়েছিল। মহানবী (সা.)কে অবমাননা করে অগ্রহণযোগ্য মন্তব্যের নিন্দা জানিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই কাজ করেছে মালয়েশিয়া। মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Bootstrap Image Preview