Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাপমাত্রা রেকর্ড ৪৭ ডিগ্রি, কমছে না সহসাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের উত্তরপ্রদেশে আল্লাহাবাদে (প্রয়াগরাজ) শনিবার (৩০ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭ ডিগ্রি। 

গত কয়েক দিন ধরেই হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে উত্তরপ্রদেশের আল্লাহাবাদে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।

১৯৯৯ সালে এপ্রিলে একবার সেখানকার তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

মার্চের শেষ থেকেই শুরুটা হয়েছিল এ বছর। পারদ চড়তে শুরু করেছিল উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে। তাতে গত ১২২ বছরের উষ্ণতম মার্চ দেখেছে ভারত। 

এপ্রিল থেকে পারদ আরও চড়তে শুরু করে। গত ২০ বছরে এত উষ্ণ এপ্রিল দেখেনি ভারত। 

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৫ মে পর্যন্ত আল্লাহাবাদের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। প্রবল গরম থাকবে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও। 

তবে ২-৪ মে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানার কিছু অংশে বৃষ্টি হতে পারে বলেও আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ওই সময়ে ওই সব এলাকার তাপমাত্রা কিছুটা কমে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

উল্লেখ্য, কোনো সমতল এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয় আর পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি হয়।

Bootstrap Image Preview