Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের সংসদ ভেঙে দিতে পরামর্শ দিলেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০২:৫২ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২২, ০২:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ রোববার ডন জানায়, সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ পরামর্শ দেন।

অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় জাতিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, 'ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।'

তিনি আরও বলেন, 'আমি উদ্বিগ্ন অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি। জাতির সামনে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।'

'আমি বলতে চাই, ঘাবড়ানোর কিছু নেই। সৃষ্টিকর্তা পাকিস্তানের পক্ষে আছেন', যোগ করেন তিনি। ইমরান খান জানান যে, তিনি লিখিতভাবেও প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, 'গণতন্ত্রপন্থীদের জনগণের কাছে যেতে হবে। নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় চায়।'
ইমরান খান বলেন, 'আইন প্রণেতাদের ভোট কিনতে যে বিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে, তা পুরোপুরি বিফলে যাবে এবং যারা এই অর্থ নিয়েছেন তারা যেন তা এতিমখানা অথবা গরিবদের দান করে দেন।'

তিনি আরও বলেন, 'নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। দেশের ভবিষ্যৎ কী হবে তা কোনো দুর্নীতিবাজ শক্তি নির্ধারণ করবে না। যখন সংসদ ভেঙে দেওয়া হবে, তখন পরবর্তী নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া শুরু হবে।'

এর কিছুক্ষণ পর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুসারে ইমরান খানের সংসদ ভেঙে দেওয়ার লিখিত পরামর্শ প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview