Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনাস্থা ভোটে হারলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান দায়িত্ব চালিয়ে যাবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০১:৪৬ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২২, ০১:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তান পার্লামেন্টে আসন্ন অনাস্থা ভোটে হেরে গেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব চালিয়ে যাবেন ইমরান খান। শনিবার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ডন।

অনাস্থা ভোট ইস্যুতে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, যদি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফলও হয় তবুও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব চালিয়ে যাবেন। বিরোধী দলগুলো (নিজেদের কহল মিটিয়ে নেয়ার পর) নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত না করা পর্যন্ত ইমরান খান তার দায়িত্ব চালিয়ে যাবেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি প্রধানমন্ত্রী পদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের ৯৪ নং অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, সংবিধানের ওই ৯৪ নং অনুচ্ছেদ অনুসারে পাকিস্তানের রাষ্ট্রপতি দেশটির প্রধানমন্ত্রীকে ওই দিন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলবেন যত দিন না নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তার কার্যক্রম শুরু করবেন।

পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আরো বলেছেন, পাকিস্তানের সংবিধানে এ বিষয়টি উল্লেখ করা হয়নি যে অনাস্থা ভোটের পর কত দিনের মধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষে নতুন নেতা নির্বাচিত করা হবে।

Bootstrap Image Preview