Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লাসরুমে নেকাব না খোলায় ছাত্রীকে শাসালেন ইবি শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৭:৫০ PM
আপডেট: ২৯ মার্চ ২০২২, ০৭:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ক্লাসরুমে বোরকার নেকাব না খোলায় এক ছাত্রীকে শাসানোর অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমানের বিরুদ্ধে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্লাসে পরিচিতি পর্বে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ১১৪ নম্বর কোর্সের (বিজনেস কমিউনিকেশন) ক্লাস নিতে গেস্ট টিচার হিসেবে ক্লাসে যান ড. জাকারিয়া রহমান। এ সময় তিনি একে একে সকল শিক্ষার্থীর পরিচয় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর অভিযোগ, তার পরিচয়দানকালে নিম্নস্বরে কথা বলায় তাকে উচ্চস্বরে কথা বলতে বলেন তিনি। পরে তাকে বোরকার নেকাব খুলে কথা বলাতে বাধ্য করেন ড. জাকারিয়া।

এরপর আরেক ছাত্রী নেকাব না খুলে উচ্চস্বরে পরিচয় দিলেও তাকে নেকাব খুলতে বলেন তিনি। নেকাব না খোলায় রাগান্বিত হয়ে পর্দার বিধানকে কটাক্ষ করে নানা কথা বলতে থাকেন ওই শিক্ষক। এক পর্যায়ে ওই ছাত্রীকে উদ্দেশ্য করে ‘ইউ শুড নট অ্যালাউড ইন মাই নেক্সট ক্লাস’ বলে শাসান তিনি।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে নেকাব খুলতে বাধ্য করার বিষয়টি অস্বীকার করে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান। তিনি বলেন, বিজনেস কমিউনিকেশন কোর্সের ক্লাসে তাদের সকলের পরিচয় নেয়ার সময় তাদের মুখ খোলা রেখে পরিচয় দিতে বলছিলাম। এ সময় মেয়েটি তার নেকাব খুলতে রাজি হয়নি। এরপর আমি তাকে কোনো কিছু বলিনি।

Bootstrap Image Preview