Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে হাসপাতালে ইশরাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০১:৪১ PM
আপডেট: ২২ মার্চ ২০২২, ০১:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মস্তিষ্কে টিউমার অপারেশনের পর গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। এদিকে সোমবার রাতে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। রাতে ইশরাক হোসেন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। এসময় তিনি দলমত, বর্ণ নির্বিশেষে সব খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে যথাযথ মূল্যায়ণের আহ্বান জানান।

Bootstrap Image Preview