Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কূটনীতির ঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১১:১৫ AM
আপডেট: ১৮ মার্চ ২০২২, ১১:১৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চতুর্দশ তম ভারত-জাপান শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামীকাল (শনিবার) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দুই দিনের জন্য ভারত সফরে আসছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, দুই নেতার মধ্যে শনিবারের সম্ভাব্য বৈঠকটি দুই দেশের অভিন্ন স্বার্থের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মুখে ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরেও এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান পদচিহ্নের পরিপ্রেক্ষিতে নিজেদের অংশীদারিত্ব জোরদার করতে দুই নেতার মধ্যে সামনাসামনি বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আরো জানাচ্ছে, চলতি মাসেই নেপাল হয়ে ভারত সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর মধ্য দিয়ে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) প্রাণঘাতী সংঘাতের পর দেশটির কোনও জ্যেষ্ঠ নেতা হিসেবে প্রথম ভারত সফরে করতে যাচ্ছেন ওয়াং ই।

ওদিকে, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এবং গ্রীসের পররাষ্ট্রমন্ত্রীরও এ মাসেই দিল্লি সফরের কথা রয়েছে। বছরের শুরুতে গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী নিকস ডেন্ডিয়াসের সাথে ফোনালাপের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে সুযোগ পেলেই সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

মার্চ মাসে ভারত যখন এসব হাই ভোল্টেজ সফরের আতিথেয়তায় ব্যস্ত থাকবে ঠিক তখন দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান ওআইসি
(ইসলামি সহযোগিতা সংস্থা) সম্মেলন আয়োজনে ব্যস্ত। ২২-২৩ মার্চ ইসলামাবাদ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ওআইসি'র ৪৮ তম  সম্মেলন আয়োজন করছে।

প্রতি বছর ২৩ মার্চ পাকিস্তান দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে থাকে। ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীরা এ বছরের কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে গাল্ফ নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন জানিয়েছে, ৪৬ টি দেশ এবারের সম্মেলনে যোগ দেবে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, সবমিলিয়ে সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কূটনীতির ঝড় বইছে।
যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান যেমন এক টুইটবার্তায় মন্তব্য করেছেনঃ

"আসছে দিনগুলোতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কূটনীতির ঝড় বইছে। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীরও ভারত এবং নেপাল সফর করার কথা রয়েছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী চলতি সপ্তাহে দিল্লি সফরে রয়েছেন। আর, শিগগিরই ওআইসি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।"

Bootstrap Image Preview