Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখন অনুশীলনে ব্যস্ত সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৯:১৩ PM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ০৯:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শারীরিক আর মানসিকভাবে ‘বিধ্বস্ত’ সাকিব আল হাসান চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে সে সময় ছুটি নিতে। এনিয়ে অনেক নাটকীয়তার পর সাকিব নিজেই জানান, এই সফরে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখন অনুশীলনে ব্যস্ত সাকিব। তবে শঙ্কা কিছুটা ছিল, সেখানে এবার ৩টি ওয়ানডে আর ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল, এই ৫ ম্যাচের সবগুলোতে পাওয়া যাবে তো সাকিবকে? নাকি ওখানে গিয়ে কয়েকটি ম্যাচে বিশ্রামে কাটাবেন?

এমন প্রশ্ন উঠেছিও গত ১২ মার্চ সাকিবকে পাশে নিয়ে বলা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য ঘিরে। সে সময় পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে এভেইলেবল। ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে। না খেললেও কোনো অসুবিধা নেই। ও যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চায়, নিতে পারে।’

সাকিব ইস্যুতে আর জল ঘোলা করলেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় বাইশ গজের লড়াইয়ে নামবে দুই দল। তার আগে আজ (শুক্রবার) সংবাদমাধ্যমে তামিম জানালেন, সাকিব কোনো বিশ্রাম নিচ্ছেন। খেলবেন সবগুলো ম্যাচ।তামিম বলেন, ‘আমার কাছে এমন কোন বার্তা নেই যেটাতে আমাকে বলা হয়েছে যে সাকিবকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে। আমি জানি যে এখানে সে দলের সঙ্গে খেলতে এসেছে এবং সব ম্যাচের জন্যই প্রস্তুত। তার সাথে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। সাকিব কালকের ম্যাচটি খেলার অপেক্ষায় আছে, ভালো করতে চায়।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘আমি যতটা চাই কাল ভাল করতে ঠিক তেমনি দলের অন্য সদস্যরাও যে জিনিসটা চায়- ভাল করতে, ওইরকমই। এছাড়া সত্যি বলতে অন্য কোন বার্তা আমার কাছে নেই।’

Bootstrap Image Preview