Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'ওয়েস্টার্ন পোশাকে নৃত্য’, সমালোচনার ঝড়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০২:০৭ PM
আপডেট: ১২ মার্চ ২০২২, ০২:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সংস্কৃতির নগরী। তাই বিশ্ববিদ্যালয়টিতে নবীন শিক্ষার্থীদের সংস্কৃতির মধ্য দিয়ে বরণ করা হয়। তেমনি বিদায়টাও হয় সংস্কৃতির মধ্যে দিয়েই।

প্রিয় ক্যাম্পাস থেকে বিদায়বেলার কষ্ট যেন চাপাকান্নায় জমা হয় প্রিয় শিক্ষাঙ্গনে। তাই বিদায়বেলায় সেই কান্নাকে মধুর করে রাখতে আয়োজিত হয় আনন্দ-উৎসবের। যার নাম ‘র‌্যাগ ডে’। প্রতিবারের মতো এবারও ৪২তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে আয়োজন করা হয় ‘র‌্যাগ ডে’র। বৃহস্পতিবার থেকে শুরু হয় এ অনুষ্ঠানের। তবে অনুষ্ঠানে পরিবেশিত নৃত্য নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে।

একটি হিন্দি গানের সঙ্গে ৩ মিনিট ৭ সেকেন্ডের যুগল নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই ব্যাচের এক ছাত্রীকে ওয়েস্টার্ন পোশাকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়, যা নিয়েই নেতিবাচক মন্তব্যে মশগুল নেটিজেনরা।

বিশ্ববিদ্যালয়ের ‘র‌্যাগ ডে’ অনুষ্ঠানে ওয়েস্টার্ন পোশাকের এমন উদ্দাম নৃত্য ভালোভাবে নেননি নেটিজেনরা। উদ্দাম এই নৃত্য ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করে অনেকেই প্রশ্ন তুলেছেন–কোনদিকে যাচ্ছে প্রিয় শিক্ষাঙ্গন?

Bootstrap Image Preview