Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবার বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ০৯:৩২ AM
আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৯:৩২ AM

bdmorning Image Preview


এইচএসসি ও উচ্চমাধ্যমিক সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আবারও বাড়ানো হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের সময় । মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। আর এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন।

ঢাকা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে। ঢাকা বোর্ড ও মাদ্রাসার শিক্ষা বোর্ড বলছে, এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট পর্যন্ত ও শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো কলেজ এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে বোর্ডগুলো।

গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও সে সময় পরে বাড়ানো হয়।

শিক্ষা বোর্ড বলেছে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে কলেজগুলোকে। আর সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফরম পূরণের ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।

Bootstrap Image Preview