Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার, নিহত ৩৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৯:৪৭ AM
আপডেট: ১৫ মার্চ ২০২১, ০৯:৪৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী আন্দোলনে সামরিক বাহিনীর আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর রবিবার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল দেশটি। এদিন রাতভর জান্তা আগ্রাসনে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়াল ১২৬ জনে।

পর্যবেক্ষক সংস্থা ‘দি অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স (এএপিপি) জানায় সংখ্যাটি। তাদের দাবি, সাঁড়াশি অভিযানে ২১শ’র বেশি মানুষ আটক হয়েছেন।

বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত ইয়াঙ্গুনের দুটি এলাকায় জারি করা হয়েছে মার্শাল ল’। শহরটির ‘লাইং থার ইয়ার’ লোকালয়ে রাতভর ঘটানো হয়েছে বিস্ফোরণ। গোলাগুলিতে সেখানেই প্রাণ হারান অন্তত ২২ জন। আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে তিন বিক্ষোভকারীর অবস্থা সংকটাপন্ন। পাশের লোকালয় ‘লাইংথায়া’র রাজপথে সোমবার ভোর পর্যন্ত টহল দিচ্ছিল সামরিক যান।

এছাড়া, ম্যান্ডেলে’তে জান্তা আগ্রাসনে এক নারীসহ তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আহত কমপক্ষে ৫০ জন।

Bootstrap Image Preview