Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাক চাপায় অভিনেত্রী আশার মৃত্যুর ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২১, ০৩:৪৮ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২১, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অভিনেত্রী আশা চৌধুরী। গত সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে অভিনেত্রীর ভয়াবহ মৃত্যুর দৃশ্যটি পেছনে থাকা একটি প্রাইভেটকারের স্বয়ংক্রিয় (অটো) ক্যামেরায় রেকর্ড হয়। এরইমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোড় ঘোরার জন্য আশাদের মোটরসাইকেলটি একটি পিকাপভ্যানের পেছনে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ডানে ছিটকে পড়ে এবং অভিনেত্রী আশা প্রায় ২০ ফুট বাঁ দিকে ছিটকে পড়েন। মোটরসাইকেল চালক উঠে আশার কাছে গিয়ে দেখেন ট্রাকের চাকায় আশার মুখের একাংশ থেঁতলে গিয়েছে এবং ট্রাকটি সেখানে নেই।

ঘটনাস্থলে কিছুক্ষণ পর পুলিশ এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আশাকে। হাসপাতালের চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই আশা মারা গেছেন।

রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশা। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন। এছাড়া তিনি অভিনয় করতেন বলেও তার পরিবার জানিয়েছে।

শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক করে আশা চৌধুরী। এরপর থেকে নিয়মিত নাটক ও টেলিছবিতে দেখা যায় তাকে।

Bootstrap Image Preview