Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান এবার হারালেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ PM

bdmorning Image Preview


সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেন এ আর রহমান।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের রহমানের বাসায়ই মৃত্যুবরণ করেন করিমা বেগম। বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।নয় বছর বয়সে বাবাকে হারানো। এরপর মা’কে জড়িয়েই জীবনে ঘুরে দাঁড়ানো। এ সেই মা করিমা বেগম, যার গর্ভে জন্ম সঙ্গীত মায়েস্ত্রো এ আর রহমানের। 

বাবা না থাকায় রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন মা। তার সনাতন ধর্ম ছেড়ে সুফিবাদের পথে হাঁটা এমন অনেক কিছুই প্রেরণাই ছিল করিমা বেগম। তাকে সাধারণ শিক্ষা থেকে সরিয়ে এনে মিউজিক কলেজে ভর্তি করানো এসবই ছিল রহমানের মায়ের কীর্তি। সেই সঙ্গীতেই এখন দুনিয়া মাতাচ্ছেন রহমান। খ্যাত হয়েছেন মাদ্রাজের মোজার্ট রূপে।

Bootstrap Image Preview