বিয়েতে মিষ্টি খেতে না চাওয়ায় চুলের মুঠি ধরে হবু স্ত্রীর মুখে মিষ্টি ঠুসে দিল বর। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ইনস্টগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করতে আসার পর বরকে লাড্ডু খাইয়ে দিচ্ছেন কনে। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে যে রীতিমতো লজ্জা পাচ্ছেন। মুখ তুলেও সেভাবে চাইছিলেন না।
তারইমধ্যে কনেকে মিষ্টি খাওয়াতে যায় বর। কিন্তু মুখ ঘুরিয়ে নেন কনে। তাতেই সপ্তমে ওঠে বরের রাগ। চুলের মুঠি ধরে কনের মুখে মিষ্টি ঠুসে দেয়। বরের সেই হিংসাত্মক আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।
হবু স্ত্রী'র মুখ মিষ্টি যাওয়ার পর তবেই চুলের মুঠি ছাড়ে বর। আশ্চর্যজনকভাবে বরের পাশে এক মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি মুখে কোনও রা কাড়েননি। অন্য কেউও সেখানে আসেননি। উলটে এমন হাবভাব করে বর নড়েচড়ে দাঁড়ায়, দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করেছে।
প্রচুর মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন। এসেছে কমেন্টও। বরের সেই হিংসাত্মক আচরণের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'বিয়ের দিন এভাবে কনের সঙ্গে ব্যবহার করছেন বর - লজ্জাজনক! ভগবান জানেন, কীভাবে বাকি জীবন তাঁর সঙ্গে ব্যবহার করা হবে।
এরকম ব্যবহারের সময় কেউ আটকালও না।' এক নেটিজেন বলেন, 'এটা মোটেও মজাদার কিছু নয়। এটা হেনস্থা। এরপর কী হতে চলেছে, তা এটা থেকেই ইঙ্গিত মিলছে। আমি বিশ্বাস করতে পারছি না যে পরিবার এরকম হতে দিল।
এগুলি মজার বা আনন্দের নয়, এগুলি দুঃখজনক।' অপর এক নেটিজেন বলেন, ‘ওই লোকটার বিরুদ্ধে কেন পুলিশে অভিযোগ দায়ের করা হচ্ছে না?’