Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বনিম্ন তাওমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০২:২৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০২:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ  সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।  রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রী সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলে।

তা অব্যাহত থাকবে এবং আগামী ৭২ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই বলে জানানো হয়েছে।

প্রচণ্ড শীতে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগী ভর্তি হচ্ছে সবচেয়ে বেশি।

গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন আরএমও। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা আরো কমতে পারে

Bootstrap Image Preview