Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলা বিয়ে ইসলামে নিষিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তিন তালাকের পরও স্বামী-স্ত্রী উভয়েই নানা রকম হিলা নামের বাহানায় একে অপরের সাথে ফের থাকা শুরু করেন যা অশালীন ও শরিয়তের দৃষ্টিতে অবৈধ ও লানতযোগ্য কাজ।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘(হিলা-বাহানার মাধ্যমে) অন্যজনের জন্য স্ত্রী হালাল করার উদ্দেশ্যে বিবাহকারী এবং যার জন্য হালাল করা হয়েছে, উভয়ের ওপরই আল্লাহর লানত।’ (আবু দাউদ, হাদিস : ২০৭৬)

ইসলামের বিধান হলো, তিন তালাকের পর উভয়ে উভয়ের রাস্তা ধরবে। স্বামী অন্যত্র বিয়ে করে নেবে। তদ্রূপ স্ত্রীও ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করে তার সঙ্গেই ঘর-সংসার করবে। স্ত্রী প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার বা স্বামী তাকে ফিরিয়ে নিতে কোনো হিলা-বাহানা করা অবৈধ।

তবে কোনো কারণে যদি দ্বিতীয় স্বামী কখনো তালাক দিয়ে দেয় বা মারা যায়, তখন ইদ্দতের শেষে চাইলে সে আবার প্রথম স্বামীর কাছে যেতে পারবে।

প্রসঙ্গত হিলা বিয়ে হল - প্রথম স্বামীর সাথে তালাকের পর একজন নারী অন্যত্র বিবাহ করে সেই স্বামীর সঙ্গে সহবাসের পর সেই স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হলে প্রথম স্বামীর জন্য হালাল হবে। তবে এ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত ঘৃণিত।

Bootstrap Image Preview