Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮০০ মসজিদ খুলে দিচ্ছে দুবাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৬ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামীকাল শুক্রবার জুমার নামাজের জন্য ৮০০টির বেশি মসজিদ খুলে দেয়া হচ্ছে। করোনার কারণে বন্ধ থাকার পর মুসল্লিদের জন্য এসব মসজিদ খুলে দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবৃতির মাধ্যমে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারা বলছে, আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) থেকে দেশের সব মসজিদে জুমার নামাজ শুরু হবে। তবে সেক্ষেত্রে মুসল্লিদের জন্য নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করে দিয়েছে কর্তৃপক্ষ।আইএসিএডির সহায়তায় স্বেচ্ছাসেবকরা এসব কাজে নিয়োজিত থাকবেন। মসজিদের ভেতর পরিপূর্ণ হয়ে গেলে স্বেচ্ছাসেবকরা তা জানাবেন এবং বাইরে বসার ব্যবস্থা করবেন।

জুমার নামাজের জন্য মসজিদে ধারণক্ষমতার চেয়ে ৩০ শতাংশ কম মুসল্লি প্রবেশের সুযোগ দেয়া হবে। খুতবার জন সময় নির্ধারণ করা হয়েছে ১০ মিনিট। খুতবা যেন বাইরে থেকে শোনা যায় সে ব্যবস্থাও করা হয়েছে।এছাড়া মুসল্লিদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মার্চের মাঝামাঝি দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মসজিদে প্রার্থনা স্থগিত রাখা হয়। দেশটির কর্তৃপক্ষ জুলাইয়ের প্রথম দিকে মসজিদ খুলে দেয়। তবে শুক্রবার জুমার নামাজ স্থগিত রাখে।  আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬১ হাজার ৩৬৫ জন। আর এতে আক্রান্ত এখন পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন।

Bootstrap Image Preview