Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলাস্কার সমুদ্রে ধরা পড়ল রহস্যময় প্রাণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪২ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪২ PM

bdmorning Image Preview


আলাস্কার উপকূলে ধরা পড়ল এক রহস্যময় প্রাণী। কেউ বলছেন, এটি ভিনগ্রহের প্রাণী। ফেসবুকে একটি পেজ,‘সারাহ ভাসের-অ্যালফোর্ড’-এ ভিডিওতে পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি।

ভিডিওটি গত ১৫ আগস্ট পোস্ট হয়েছে। ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, কমলা রঙের একটি অক্টোপাসের মতো প্রাণী নড়াচড়া করছে। তবে অক্টোপাসের মাত্র পাঁচটি পা থাকে, এর ক্ষেত্রে তার থেকে বেশি রয়েছে। গাছের শেকড়ের মতো অনেকগুলো পা-ই শুধু নয়, তারও রয়েছে অনেখ শাখাপ্রশাখা। তা থেকে বেরিয়েছে আরও একাধিক শুঁড়। এরপর সেগুলো থেকেই সরু সরু আরও অংশ বেরিয়েছে। এক ব্যক্তি হাতে ধরে রেখেছেন সেটি। আর শেকড়ের মতো এই শুঁড়গুলো নড়াচড়া করছে। ওই ব্যক্তি প্রাণীটির উপর ও নীচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন।

প্রিন্স অব ওয়েলস দ্বীপে চলছিল মাছ ধরার অভিযান। সেই সময় এই প্রাণীটিকে পাওয়া যায়। তারপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। ভিডিওটি এরই মধ্যে ১২ লাখের বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে প্রায় তিন হাজার। ১৯ হাজার শেয়ার হওয়ার পাশাপাশি প্রচুর কমেন্টও পড়েছে। তার মধ্যে অনেকেই দাবি করছেন, এটি ভিনগ্রহের প্রাণী। কেউ লিখেছেন, একে পানিতে ফিরিয়ে দিন। না হলে ও শ্বাস নিতে পারবে না।

এক সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আসলে একটি ‘বাস্কেট স্টার’ বা ঝুড়ির মতো দেখতে তারা মাছ। এগুলো সমুদ্রতলে আটকে থাকে। আটকে থাকার জন্য এর শুঁড়গুলো ব্যবহার করে।

ভিডিওর পোস্টে লেখা হয়েছে, ‘প্রাণীটিকে ফের পানিতে ছেড়ে দেওয়া হয়েছে কোনও ক্ষতি না করেই’।

সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview