Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিবেশীর বাড়ি থেকে বারবিকিউয়ের গন্ধ আসায় আদালতে অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪০ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪০ PM

bdmorning Image Preview


প্রতিবেশীর বাড়ি থেকে বারবিউকিউ ও সিগারেটের গন্ধ আসায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছেন এক অস্ট্রেলীয় নারী। তবে উপযুক্ত প্রমাণ দিতে না পারায় এ অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির আদালত।

প্রতিবেশীরা আবাসিক আইন লঙ্ঘন করছেন অভিযোগ করে তাদের ওপর নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার পার্থের অধিবাসী সিলা কারডেন। কিন্তু একটি ট্রাইব্যুনাল ও রাজ্যের সর্বোচ্চ আদালত তার অভিযোগ অযৌক্তিক এবং প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে সেটি বাতিল করে দেন।

গিরাহুইন শহরের বাসিন্দা সিলা কারডেন আদালতে অভিযোগ করেন, পাশের বাড়ি থেকে ভেসে আসা সিগারেট ও বারবিকিউয়ের গন্ধ তার ‘অসঙ্গত ক্ষতি’ করছে। তারা (প্রতিবেশী) বারবিকিউ করলে সারাক্ষণ মাছের গন্ধ পাই। আমি বাড়ির বাইরেও যেতে পারি না।

তবে, গত ফেব্রুয়ারিতে কারডেনের এ অভিযোগ খারিজ করে দেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এসময় ট্রাইব্যুনাল জানায়, তারা (প্রতিবেশীরা) বাচ্চাদের রাতে বাইরে যেতে দেন না, রাতে উঠান ব্যবহার করেন না, এমনকি সিলা কারডেনের অভিযোগের ভয়ে কয়েক মাস ধরে লাইটও জ্বালান না।

পরের মাসে ট্রাইব্যুনালের এ সিদ্ধান্ত ফের চ্যালেঞ্জ করেন অভিযোগকারী নারী। গত জুলাইয়ে এ আবেদন বাতিলের সময় আদালত জানান, সিলা কারডেনের আপিলে প্রায় চারশ’ পাতার অভিযোগ রয়েছে। দু’বার অভিযোগ বাতিল হলেও এখনো হাল ছাড়তে নারাজ ওই নারী। এ বিষয়ে আরও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

Bootstrap Image Preview