Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোন হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৩১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৩১ PM

bdmorning Image Preview


এই বাইক চালকের মাথা এতটাই বড় যে, কোনো হেলমেটই তার মাথায় ঢোকে না। আর এতে মহাবিপদে পড়তে হচ্ছে ভারতের গুজরাটের বাসিন্দা জাকির মামুনকে। হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে একাধিকবার জরিমানা দিতে হয়েছে এই ব্যক্তিকে।তারপরেও হেলমেট ছাড়াই বাইক চালিয়ে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ফের ধরা পড়েছেন তিনি। এবার তার সমস্যার কথা শুনে অবাক হল দেশটির পুলিশ কর্মীরা।

ফল ব্যবসায়ী জাকির থাকেন গুজরাটের উদয়পুর জেলার বরেলি শহরে। কিছুদিন আগেই হেলমেট ছাড়াই বাইক চালাতে গিয়ে ধরা পড়েন ট্রাফিক পুলিশের হাতে। ট্রাফিক পুলিশ জরিমানাও করেন। এরপরই নিজের সমস্যার কথা ট্রাফিক কর্মীদের বুঝিয়ে বলেন জাকির। যা শুনে তাজ্জব হয়ে যান পুলিশ কর্মীরা। শেষমেশ জরিমানার টাকা নেওয়া হয়নি জাকিরের কাছ থেকে। 

জাকির বলেছেন, ‘‌আইন মেনে চলাই কাজ। আমিও সেটাই করতে চাই। বিভিন্ন দোকানে আমি গিয়েছি। কিন্তু কোনো হেলমেটই আমার মাথায় ঢোকে না। গাড়ি চালানোর সমস্ত বৈধ কাগজপত্র আমার সঙ্গে থাকে। থাকে না শুধু হেলমেটটাই। আমার সমস্যার কথা পুলিশকেও বলেছি।’‌ 

জাকিরের এত বড় মাথা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারও। সমস্যার কথা পুলিশও বুঝতে পেরেছে। 
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘‌এটা একেবারেই আলাদা সমস্যা। সমস্যার কথা বুঝেই জরিমানা করা হয়নি। তাছাড়া ওই ব্যক্তির কাছে সমস্ত কাগজপত্রও ছিল।’‌ 

Bootstrap Image Preview